আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালোই আছেন। যারা অনলাইনে নিজের পরিচয় গোপন রাখতে চান অর্থাৎ নিজের আইপি গোপন রাখতে চান তাদের জন্য আজকের এই পোষ্ট। আসলে ইন্টারনেটভিত্তিক এই বর্তমান দুনিয়ায় আপনার আইপিই আপনার আসল ঠিকানা। সেই ঠিকানা গোপন রাখা কিন্তু চাট্টিখানি কথা নয়। যারা নতুন তাদের ক্ষেত্রে অনলাইনে ১০০%এনোনিমাস থাকা খুব কস্টকর ব্যাপার। অনলাইনে আমরা এনোনিমাস থাকার জন্য বর্তমানে ভিপিএন ব্যবহার করে থাকি। এখন সবচেয়ে বেশি ভিপিএন ব্যবহার করে তারা যারা এডমবে কাজ করে। এডমব ব্যবহাকারীরা হাই সিপিসির জন্যই মূলত ভিপিএন ব্যবহার করে থাকে। এর জন্য আমরা বিভিন্ন প্লাটফর্ম থেকে বিভিন্ন থার্ডপার্টি ভিপিএন অ্যাপ ব্যবহার করে থাকি। আসলেই কি এই থার্ডপার্টি ভিপিএন আমাদের শতভাগ এনোনিমিটি দেয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যা করতে হবে তাই আমি আজকে এই পোষ্ট এ দেখাব। সাথে দেখাবো কোন কোন ভিপিএন ১০০% এনোনিমিটি দেয় এবং ভিপিএন ব্যবহার এর সঠিক নিয়ম ।
ভিপিএন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মুল পোষ্ট এ আসা যাক। আপনার ভিপিএন আপনাকে কত শতাংশ এনোনিমিটি দেয় তা জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সাইট হচ্ছে whoer.net এটা আমার প্রিয় সাইটের মধ্যে অন্যতম। এই সাইটে ঢোকার পর আপনাকে নিচের স্ক্রিনশট এর একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে লক্ষনীয় যে বিষয়গুলো তা বক্সে করে দেখানো হয়েছে।
১. নং বক্স টা লাল রঙের যেটাতে দেখা যাচ্ছে আমার এনোনিমিটি 100% যার অর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে বাংলাদেশে আছি তা শতভাগ নিশ্চিত এবং আমার আইপি তারা একদম ঠিক ঠিক বের করে ফেলেছে। এখানে যদি ৯০% থাকে তাহলেও চিন্তার কিছু নেই অনেক সময় ব্রাউজার কুকিজ এর কারনে ১০০% এনোনিমিট নাও শো করতে পারে।
২. নং বক্স টা হচ্ছে নীল যেটাতে আমার আইপি এড্রেস, আমার লোকেশন, আমার কেরিয়ার নেইম, অপারেটিং সিষ্টেম আর ব্রাউজার দেখাচ্ছে। এখানে ব্রাউজার দেখাচ্ছে মজিলা ফায়ারফক্স যেটা থেকে আমি ব্রাউজ করছি এখন
৩.নং সবুজ বক্সটাতে আমার ডিএনএস সো করছে। যেটা আমার আইপির মতই গুরুত্বপূর্ণ। এটা আমার সিষ্টেমের ডোমেইন নাম নির্দেশ করে। এটাতেও দেখা যাচ্ছে আমি বাংলাদেশি।
৪.নং হলুদ বক্সটা একটু ভাল করে খেয়াল করুন। এখানে দেখুন সবার প্রথমে আমার ল্যাংগুয়েজ দেখাচ্ছে যা কিনা US এর ভাষা। অর্থাৎ আমার ফোনের ভাষা হচ্ছে ইংরেজি । এর নিচে আছে আমার টাইম জোন যেখানে দেখা যাচ্ছে আমি এশিয়া মহাদেশীয় ঢাকা শহরের টাইম জোন ব্যাবহার করছি। একেবারে নিচে আছে লোকাল এবং সিষ্টেম টাইম। ঢাকার লোকাল টাইম হচ্ছে GMT+6 এবং আমার সিষ্টেম টাইম অর্থাৎ আমার ফোনের টাইম ও হচ্ছে GMT+6। এতকিছু পরিক্ষা নিরীক্ষা করার পর Whoer.net এটাই প্রমান করল যে বাংলাদেশ থেকে আমার এনোনিমিটি ১০০%।
এবার আসি ভিপিএন নিয়ে, প্রথমে যেকোন ভিপিএন এ যেকোন দেশ কানেক্ট করে নিই। এবার মজিলাফায়ারফক্স ব্রাউজারে whoer.net সাইটে যাই। আমরা যেসব সমস্যার মুখোমুখি হবো তা নিচে দেওয়া স্ক্রিনশট এ দেখে নেই
১. নং সমস্যা Do not Track এটা দেখানোর কারণ হচ্ছে ব্রাউজার এর track option on করা আছে
২. নং সমস্যা WebRtc এটা হচ্ছে ব্রাউজার এর পারমিশন সিস্টেম
৩. নং সমস্যা Open Proxy Port এটা দেখানোর কারন আপনার সাধের ভিপিএন আপনার proxy no করতে পারেনাই
৪. নং সমস্যা DNS Different : এর অর্থ আপনার DNS আলাদা
৫. নং সমস্যা System Time Different অর্থাৎ আপনার ডিভাইস সিস্টেম টাইম আর ভিপিএন এ কানেক্ট করা দেশের টাইম আলাদা
১. নং সমস্যার সমাধান ব্রাউজার এর সেটিংস অপশনে যান তারপর অপশনে যান এখানে স্ক্রিনশট এর মত এনাবল করে দিন।
২. নং সমস্যার সমাধান ব্রাউজার এর সার্চবারে লিখুন about:config তারপর সার্চ দিন ওখান থেকে media.peerconnection.enable সিস্টেমটি false করে দিন
৩. নং সমস্যার সমাধান এটা দেখানোর মুল কারণ আপনার ভিপিএন। আপনার ভিপিএন শতভাগ ভালো হলে এই সমস্যা দেখাবে না।
৪. নং সমস্যার সমাধান এটাও আপনার ভিপিএন এর উপর নির্ভর করবে।
৫. নং সমস্যার সমাধান এটা হচ্ছে টাইম ফ্যাক্ট। আপনি ভিপিএন এ যে দেশ সিলেক্ট করবেন আপনার ডিভাইসে সেই দেশের সময় সেট করবেন তাহলেই হয়ে যাবে।
তো এখন দেখুন ভালো ভিপিএন ব্যবহারে আমার এনোনিমিটি।
আমি এক্সপ্রেস ভিপিএন ব্যবহার করেছি।
বিঃদ্রঃ অবশ্যই difault browser হিসেবে মজিলাফায়ারফক্স ব্যবহার করতে হবে।
কোন সমস্যা হলে কমেন্টে জানান।
যতটুকু জানি ঠিক ততটুকুই শেয়ার করলাম। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উপকারে আসলে আমাদের কমেন্ট করে উৎসাহ দেবেন।
ধন্যবাদ
VPN ব্যবহার এর সঠিক নিয়ম। 100% Anonymity in VPN
Reviewed by Adsız
on
Ocak 06, 2019
Rating:
Hiç yorum yok: