খুব সহজেই যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন মাত্র ৫ সেকেন্ডে। How to remove background of a photo on 5 minute.. 100% work
আসসালামুয়ালাইকুম।
সবাইকে নতুন পোস্টে স্বাগতম। আজকের পোস্টের বিষয় কিভাবে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র ৫ সেকেন্ডেই রিমুভ করবেন।
আমরা যারা ফটো এডিট করি তাদের অনেক সময়েই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করি।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অ্যাপ থাকলেও এসব অ্যাপ ব্যবহার করা খুবই ঝামেলার ব্যাপার। আবার অনেক সময় এর ব্যাপার। তো আজকের পর আর ঝামেলা পোহাতে হবে না। চলুন মুল পোস্টে যাওয়া যাক।
এখন আমরা মাত্র ৫ সেকেন্ডেই যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এরজন্য যা করতে হবে
১. ফোনের যেকোনো ব্রাউজার এ গিয়ে সার্চ দিই remove.bg সাইট লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
২. নিচের পেজের মত পেজ আসবে সেখানে select a photo লেখা অপশনে ক্লিক করুন।
গ্যালারি থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবি সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ।
এবার ৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখুন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কপিটি পাশেই দেখাচ্ছে। ছবির নিচে ডাউনলোড অপশন এ ক্লিক করে ছবিটি গ্যালারিতে সংরক্ষণ করুন। কাজ ওকে।
তো আজ পর্যন্তই। আশা করি পোস্টটি উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মাঝে।
ভুলত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্যা হলে কমেন্টে জানান।
ধন্যবাদ
খুব সহজেই যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন মাত্র ৫ সেকেন্ডে। How to remove background of a photo on 5 minute.. 100% work
Reviewed by Adsız
on
Ocak 13, 2019
Rating:
Hiç yorum yok: