অসাধারণ কিছু ওয়েবসাইট!
সবাইকে নতুন পোষ্টএ স্বাগতম। ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে আমরা নানা ধরনের কাজ করি। ইন্টারনেটে বর্তমানে এমন সব কাজ করা হচ্ছে যা অতীতে কল্পনাও করা হয়নি। আর এই ইন্টারনেট জুড়েই আছে হাজারো ওয়েবসাইট। টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের পোষ্টএর বিষয়। আজকে আপনাদের এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেসব ওয়েবসাইট আসলেই বিস্ময়কর/ আকর্ষণীয়/ চমকপ্রদ। কথা না বাড়িয়ে মূল পোষ্টএ যাওয়া যাক।
১. www.internetlivestats.com
আমার দেখা অবাক করা সাইটের লিস্টে এটার স্থান উপরে। এই সাইটের কাজ আসলেই বিস্ময়কর। এই সাইটের কাজ নিচে সংক্ষিপ্ত আকারে দিলাম।
এই সাইটে গেলে আপনি নিচের স্ক্রিনশটের মতো পেজ পাবেন।
তো এখান থেকে আপনি জানতে পারবেন বর্তমানে কতগুলো মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, কতগুলো এক্টিভ ওয়েবসাইট ইন্টারনেটে আছে, আজ কতগুলো মেইল পাঠানো হয়েছে, কতবার আজ গুগল সার্চ করা হয়েছে, কতগুলো ফটো আজ ইন্সটাগ্রাম পোস্ট করা হয়েছে, আজ অনলাইনে কত গুলো মোবাইল / ল্যাপটপ বিক্রি হয়েছে, কত জিবি ডাটা আজ ব্যবহার হয়েছে, কত জিবি ইন্টারনেট ট্রাফিক হয়েছে আজ।
সাইটটিতে প্রবেশ করার পর আপনি এসব তথ্য পাবেন। মজার বিষয় হলো সুধু আজকের না আপনি এখানের সব কিছুর আপডেট প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাবেন।
এখন মনে প্রশ্ন জাগতে পারে এউ সাইট এতো সব তথ্য কোথায় পায়?
বা এত তথ্যের সোর্স কোনগুলো?
জানতে চাইলে যেকোনো একটি প্লাটফর্ম এ ক্লিক করুন এরপর দেখুন এগুলোর সোর্স কি কি।
আমার স্ক্রিনশট দেখুন। এখানে দেখানো হয়েছে এখনকার ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা। নিচে দেখুন এই তথ্য দিয়েছে কোন সংস্থা।
চমকে গেলেন!
২. www.accountkiller.com
আপনি এখন এই ব্লগটি পড়ছেন অর্থাৎ আপনি একজন ইন্টারনেট ব্যবহারকারি এবং আপনি ইন্টারনেটে কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলেও কোন না কোন ইন্টারনেট একাউন্ট ব্যবহার করছেন। এসব যোগাযোগ মাধ্যমের একাউন্টগূলো একজনের কাছে একাধিক থাকে। এর মানে হচ্ছে আপনি ফেসবুকের অনেক গুলো আইডির মালিক। এখন আপনি চাচ্ছেন একটি একাউন্ট একেবারেই ডিলিট করতে। তাহলে এই সাইটটি আপনার উপকারে আসবে। এই সাইটের মাধ্যমে আপনি আপনার ভার্চুয়াল জগতের যেকোন একাউন্ট কয়েক সেকেন্ডে একেবারেই ডিলিট করতে পারবেন। এর জন্য যা করতে হবে প্রথমে সাইট ঢুকে আপনি কোন একাউন্ট ডিলিট করবেন সেই প্লাটফর্ম এর উপর ক্লিল করুন। যেমন ; ফেসবুক, টুইটার,গুগল ইত্যাদি। যে পেজটি আসবে সেখানে Direct Removal Link নামের অপশনটাতে ক্লিক করুন । এবার আপনার একাউন্টটিতে লগইন করে Done করে দিন। ব্যাস হয়ে গেলো। আপনার একাউন্টটি ইন্টারনেট থেকে একেবারেই ভ্যানিস। না পারলে নিচের স্ক্রিনশট ফলো করুন।
৩. www.htwins.net
এটা একটা শিক্ষনীয় ওয়েবসাইট। আপানারা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাদের এটা অনেক উপকারে আসতে পারে। এই সাইটের মাধ্যমে আপনি এই বিশ্বে থাকা ছোট বড় প্রানী বা বস্তু সম্পর্কে ধারণা পাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর নিচের পেজের মত একটি পেজ পাবেন।
তো এখান থেকে প্রথমে ভাষা ঠিক করুন। তারপর Start বাটনে ক্লিক করুন।এরপর নিচের পেজের মতো পেজ আসবে।
লাল রঙ চিহ্নিত বাটনটি দেখুন এর উপরে যে ছবিটি দেখছেন এখানে আমাদের সাইজ দেখানো হয়েছে। এরপর আপনি লাল রঙ এর বাটনটি চেপে ধরে ডান পাশে সরাতে থাকুন। কি দেখতে পাচ্ছেন ? এখানে দেখতে পাচ্ছেন আমাদের তুলনায় সাইজে ছোট এমন সব জিনিস দেখাচ্ছে। যেমন আমদের সাইজের তুলনায় ছোট মুরগি, ডিম ইত্যাদি । এরপর আরো সরাতে থাকুন আপনি পর্যায়ক্রমে এই বিশ্বে থাকা ছোট জিনিসগুলি দেখতে পাবেন। এসবের সাইজ কেমন সেটাও একপাশে পাবেন।যেমন, ফেমটোমিটার, ইয়াক্টমিটার ইত্যাদি । সরাতে থাকলে আপনি বিভিন্ন নিউক্লিয়িক কনা দেখতে পাবেন। তো একেবারে বাম পাশে বাটনটি সরান দেখবেন এ জগতের সবচেয়ে ক্ষুদ্রতর বস্তু প্লানক ফোম দেখাচ্ছে। এ জায়গার পড়াশোনা কে কোয়ান্টাম ফিজিক্স বলা হয় । এটা দেখতে হলে আপনাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রস্কপ ব্যবহার করতে হবে।
তো এবার বাটনটি ডান পাশে সরান। মানুষ থেকে শুরু করুন। দেখুন আমাদের থেকে বড় জিনিসগুলি পর্যায়ক্রমে দেখাচ্ছে। পর্যায়ক্রমে হাতি, নীল তিমি, আইফেল টাওয়ার, হিমালয় ইত্যাদি। এরপর বড় লেভেলের জিনিসগুলি দেখতে পাবেন। চাঁদ তারপর বিভিন্ন গ্রহ, বড় গ্রহ। এখান থেকে আপনি এক গ্রহ থেকে অন্য গ্রহ আয়তনের পার্থক্য দেখতে পাবেন। এরপর আপনি দেখতে পাবেন এসবের থেকে বড় জিনিস নক্ষত্র, সূর্য । এরপর আসবে নেবূলা। নেবূলা আসলে ধুলোর মেঘ ☁। এরপর যাবেন গ্যালাক্সি লেভেলে। আপনি দেখতে পাবেন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে। এটা মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সি থেকে অনেক ছোট। এরপর আপনি দেখতে পাবেন গ্যালাক্সিক্লাস্টার। গ্যালাক্সিপুঞ্জকেই গ্যালাক্সিক্লাস্টার বলে। একেবারে ডান পাশে গেলে আপনি আমাদের Observable Universal দেখতে পাবেন। এর বেশি স্কেল নেই। হয়তো এর বেশি জানার ক্ষমতা মানুষের হবে না।
তো প্রিয় পাঠক আজ এ পর্যন্তই। আশা করি পোষ্টটি আপনার ভালো লেগেছে। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানবেন। উপকৃত হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ।
দ্বিতীয় পার্ট পেতে আমাদের সাথেই থাকুন।
অসাধারণ কিছু শিক্ষনীয় ওয়েবসাইট! Amazing website in internet!
Reviewed by Adsız
on
Ocak 05, 2019
Rating:
Hiç yorum yok: