গানঃ আমরা কেন ভোট দি
গেয়েছেনঃ অনুপম রায়
লিরিক্সঃ অনুপম রায়
প্রকাশঃ ২০১৮
আমরা যারা ভোট দি
ভাবি সবিই সত্যিই
মুরগি হচ্ছি রোজ তাও
এক স্কুলে ভর্তি...
আমরা যারা ভোট দি
ভাবি সবিই সত্যিই
মুরগি হচ্ছি রোজ তাও
এক স্কুলে ভর্তি....
এইভাবে চলছে, চলবে
ধর্মের কল নড়ছে, নড়বে
আসলে সবাই,
হীরক রাজা রানী!
হায়রে হায়,
আমরা কাকে ভোট দি?
আমরা কাকে ভোট দি?
রাজ্যে করে ঝগড়া
কেন্দ্রে গিয়ে দোস্তি
আমরা ভরি ট্যাক্স আর
নেতা করে মস্তি...
এইভাবে চলছে, চলবে
সাবান গোলছে, গড়বে
আসলে চোর পালালে বুদ্ধি বাড়ে!
হায়রে হায়,
আমরা কেনো ভোট দি?
এই, আমরা কেন ভোট দি?
গণতন্ত্রের বারটা বাজছে
বিদ্বজনেও পরোটা ভাঁজছে,
গন্ধ পাচ্ছে মাওবাদি..
রাস্তায় নামে মোমবাতি
ভুল করে বোমা ফেটে যায়
পুলিশ কলেজ গেটে যায়
চিৎকার করে বলছে দেশ
শিক্ষার সব প্রয়োজনিই শেষ!
এইভাবে চলছে, চলবে
ধর্মের কল নড়ছে, নড়বে
আসলে সবাই
হীরক রাজা রানী!
হায়রে হায়,
আমরা কাকে ভোট দিই?
এই, আমরা কেন ভোট দি?
এই, আমরা যারা ভোট দি?
আমরা কেন ভোট দি?
#End
প্রতিবাদী গান: আমরা কেন ভোট দি - অনুপম রায় | ভোটের বাদ্দি লিরিক্স (Amra keno Vot di lyrics)
Reviewed by Adsız
on
Aralık 18, 2018
Rating:

Hiç yorum yok: