বর্তমান সময়ের অন্যতম বলিউড সুপারস্টার শাহিদ কাপুর। তার অভিনয় তাকে করেছে অতুলনীয়। আজকে আলোচনা হবে শাহিদ কাপুর অভিনিত তিনটি আলোচিত মুভি নিয়ে।
১. উরতা পাঞ্জাব
মুক্তি : ২০১৬ এর ১৭ই জুন
পরিচালনায় : অভিষেক চৌবে
প্রধান চরিত্র : শাহিদ কাপুর
আলিয়া ভাট।
কারিনা কাপুর
কাহিনি : পাঞ্জাবের অস্থিতিশীল মাদক ব্যবহার এর দৃশ্যপট
দৈর্ঘ : ১৪৯ মিনিট
দেশ/ভাষা : ভারত / হিন্দি
ব্যয় : ৪০০ মিলিয়ন রুপি
আয়: ৯৯৬ মিলিয়ন রুপি
২. হায়দার
হায়দার হল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় ক্রাইম ট্র্যাজেডি চলচ্চিত্র।
ছবিটির প্রযোজক ও পরিচালক হলেন বিশাল ভরদ্বাজ।
উইলিয়াম শেকসপিয়র রচিত হ্যামলেট নাটকের একটি আধুনিক সংস্করণ ও বশরত পীরের স্মৃতিকথা কারফিউড নাইট অবলম্বনে এই ছবির কাহিনী রচনা করেছেন বিশাল ভরদ্বাজ ও বশরত পীর।
ছবিতে নামভূমিকায় অভিনয় করেন শাহিদ কপূর।
অন্যান্য প্রধান চরিত্রগুলিতে রূপদান করেন টাবু, শ্রদ্ধা কপূর ও কে কে মেনন।
বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন ইরফান খান।
ছবির প্রেক্ষাপট ১৯৯৫ সালে কাশ্মীরে জঙ্গি সংঘর্ষ ও গণ-অন্তর্ধানের ঘটনা।[৭] ছবির নায়ক হায়দার এক তরুণ ছাত্র ও কবি। কাশ্মীরে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত যখন চরমে, ঠিক সেই সময় নিজের বাবার অন্তর্ধান নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে সে ফিরে আসে কাশ্মীরে এবং জড়িয়ে পড়ে রাজ্য-রাজনীতির জটিলতার মধ্যে।
৩.পদ্মাবত
মুক্তিসাল : ২০১৮ এর ২৫ শে জানুয়ারি
পরিচালক : সঞ্জয় লীলা বনসালি
প্রধান চরিত্র : শাহিদ কাপুর
রনবির সিং
দীপিকা পাডুকোন
কাহিনি : মালিক মুহাম্মদ জায়সি রচিত পদ্মাবত (১৫৪০) এর অবলম্বনে
দৈর্ঘ : ১৬৩ মিনিট
ব্যয় : ২১৫ কোটি রুপি
$ ৩৩ মিলিয়ন
আয় : ৫৮৫ কোটি রুপি
$ ৮৯.৮ মিলিয়ন
মুভি রিভিউঃ শাহিদ কাপুর এর সেরা ৩ মুভি। যার মাধ্যমে তিনি নিজেকে চিনিয়েছেন।
Reviewed by Adsız
on
Mart 04, 2019
Rating:
Hiç yorum yok: