Recent Posts

banner image

মুভি রিভিউঃ শাহিদ কাপুর এর সেরা ৩ মুভি। যার মাধ্যমে তিনি নিজেকে চিনিয়েছেন।



 বর্তমান সময়ের অন্যতম  বলিউড সুপারস্টার শাহিদ কাপুর।  তার অভিনয় তাকে করেছে অতুলনীয়।  আজকে আলোচনা হবে শাহিদ কাপুর অভিনিত তিনটি আলোচিত মুভি নিয়ে।

১. উরতা পাঞ্জাব





মুক্তি : ২০১৬ এর ১৭ই জুন

পরিচালনায় : অভিষেক   চৌবে

 প্রধান চরিত্র : শাহিদ কাপুর
                         আলিয়া ভাট।
                          কারিনা কাপুর

কাহিনি : পাঞ্জাবের অস্থিতিশীল মাদক ব্যবহার এর দৃশ্যপট

দৈর্ঘ : ১৪৯ মিনিট

দেশ/ভাষা : ভারত / হিন্দি
ব্যয় : ৪০০ মিলিয়ন রুপি
আয়: ৯৯৬ মিলিয়ন রুপি

২. হায়দার


হায়দার হল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় ক্রাইম ট্র্যাজেডি চলচ্চিত্র।

ছবিটির প্রযোজক ও পরিচালক হলেন বিশাল ভরদ্বাজ।
উইলিয়াম শেকসপিয়র রচিত হ্যামলেট নাটকের একটি আধুনিক সংস্করণ ও বশরত পীরের স্মৃতিকথা কারফিউড নাইট অবলম্বনে এই ছবির কাহিনী রচনা করেছেন বিশাল ভরদ্বাজ ও বশরত পীর।

ছবিতে নামভূমিকায় অভিনয় করেন শাহিদ কপূর।
 অন্যান্য প্রধান চরিত্রগুলিতে রূপদান করেন টাবু, শ্রদ্ধা কপূর ও কে কে মেনন।

বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন ইরফান খান।
 ছবির প্রেক্ষাপট ১৯৯৫ সালে কাশ্মীরে জঙ্গি সংঘর্ষ ও গণ-অন্তর্ধানের ঘটনা।[৭] ছবির নায়ক হায়দার এক তরুণ ছাত্র ও কবি। কাশ্মীরে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত যখন চরমে, ঠিক সেই সময় নিজের বাবার অন্তর্ধান নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে সে ফিরে আসে কাশ্মীরে এবং জড়িয়ে পড়ে রাজ্য-রাজনীতির জটিলতার মধ্যে।

৩.পদ্মাবত 


মুক্তিসাল : ২০১৮ এর ২৫ শে জানুয়ারি

পরিচালক : সঞ্জয় লীলা বনসালি

প্রধান চরিত্র : শাহিদ কাপুর
                      রনবির সিং
                        দীপিকা পাডুকোন

কাহিনি : মালিক মুহাম্মদ জায়সি রচিত পদ্মাবত (১৫৪০) এর অবলম্বনে

দৈর্ঘ :  ১৬৩ মিনিট

ব্যয় : ২১৫ কোটি রুপি
         $ ৩৩ মিলিয়ন
আয় : ৫৮৫ কোটি রুপি
         $ ৮৯.৮ মিলিয়ন





মুভি রিভিউঃ শাহিদ কাপুর এর সেরা ৩ মুভি। যার মাধ্যমে তিনি নিজেকে চিনিয়েছেন। মুভি রিভিউঃ শাহিদ কাপুর এর সেরা ৩ মুভি।  যার মাধ্যমে তিনি নিজেকে চিনিয়েছেন। Reviewed by Adsız on Mart 04, 2019 Rating: 5

Hiç yorum yok:

Blogger tarafından desteklenmektedir.