আলাদা কিছু করতে কার না ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের নাম দিয়ে রিংটোন তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা আজ আমি আপনাদের নিজের নামে রিংটোন বানানো শেখাবো।
তো কথা না বাড়িয়ে মুল টপিকস এ আশা যাক। এরজন্য যা দরকার
১. মোবাইল (আইফোন, এন্ড্রয়েড, জাভা)
২. পর্যাপ্ত ডাটা (এমবি)
তো যা করতে হবে
নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন। নিচের স্ক্রিনশট এর মতো পেজ আসবে। এখানে
১ম ফাকা ঘরে নিজের নাম দিন মানে যে নাম দিয়ে আপনি রিংটোন বানাতে চাচ্ছেন।
২য় ফাকা ঘরে আপনি কেমন রিংটোন বানাবেন মানে রিংটোন এর ভিতরের কথা কি হবে এখান থেকে আপনার পছন্দমত একটা সিলেক্ট করুন
৩য় ফাকা ঘরে আপনি কোন ধরনের রিংটোন বানাতে চান মানে মেসেজ টোন না এলার্ট টোন না ইনকামিং কলার টোন ইত্যাদি।
তো ফাকা ঘর পুরনের পর একটু নিচের দিকে স্ক্রল (টানুন) করুন সেখামে Make Ringtone ( স্ক্রিনশট দেখুন) নামে অপশন এ ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মত পেজ আসবে।
সেখানে প্লে বাটন ডাউনলোড এবং কাস্টমাইজড অপশন পাবেন।
প্লে বাটন এর মাধ্যমে আপনি সরাসরি আপনার বানানো রিংটোন টি শুনতে পাবেন। ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে রাখতে পারবেন।
ব্যাস এভাবেই আপনি আপনার নামে খুব সহজেই রিংটোন বানাতে পারবেন। এই রিংটোন আপনি আপনার ফোনেও সেট করতে পারেন।
খুব শিঘ্রই চেষ্টা করে কেমন লাগলো রিংটোন তা কমেন্টে জানান এবং এরকম আরো পোস্টের জন্য উৎসাহ দিন।ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ
অল্প সময়েই নিজের নামে নিজের মত রিংটোন বানান। Tutorial with Screenshot by helpbn .. হয় জানো নয় জানাও
Reviewed by Adsız
on
Mart 05, 2019
Rating:
Hiç yorum yok: