Recent Posts

banner image

বিশ্ব স্বীকৃত কিছু বাংলাদেশি জিনিস যা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় by HelpBN


ছবিঃ helpbn
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ। সারাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহ্যবাহি  উপাদান। আজ সেরকম কিছু উপাদানের কথা বলব যেসব বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।


জামদানি  ও বেনারসি শাড়ীঃ



জামদানী 

বাংলাদেশের আদিম ঐতিহ্য জামদানী ও বেনারসি শাড়ি। জামদানি ও বেনারসি যুগে যুগে শাড়ীর জগতে প্রথম স্থান দখলকারী বাংলাদেশ তথা গোটা বিশ্বে অতুলনীয় ও সমাদৃত।  জামদানি ও বেনারসি শাড়ি বাংলাদেশের মেধাস্বত্ত্ব হিসেবে ইউনেস্কোরর স্বীকৃতি লাভ করে।

শীতল পাটিঃ



শীতল পাটি



বাংলাদেশের ঐতিহ্য শীতল পাটি।  বিশেষ করে সিলেটের মনিপুরের লোকজন এ পাটি বেশী বুনে থাকেন, যা বর্তমানে বিশ্বের অনেক দেশেই রপ্তানি হয় এবং ২০১৭ সালে শীতল পাটি বাংলাদেশের মেধাস্বত্ত্ব হিসেবে ইউনেস্কোরর স্বীকৃতি  লাভ করে।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ


Add caption


বাংলা ভাষা অনেক রক্তের বিনিময়ে অর্জিত  বাঙালির প্রানের স্তম্ভ।  তাই ১৯৫২ সালের এই ভাষা আন্দোলন ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।

পহেলা বৈশাখঃ



পহেলা বৈশাখ



পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির  অন্যতম। "পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি"  বিশ্ব ঐতিহ্য সংস্কৃতি হিসেবে স্বীকৃতি লাভ করে।

পাটঃ


পাট বাংলাদেশের প্রধান অর্থকরি ফসল। পাটকে সোনালি আশঁ বলা হয়ে থাকে। পাটের তৈরী ব্যাগ, বস্তা, চট ও উন্নতমানের কার্পেট  অদ্বিতীয়।  পাট বিদেশে রপ্তানি পন্যের মধ্যে অন্যতম।

ইলিশ মাছঃ


ইলিশ মাছ


ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশের ভরা মৌসুম ভাদ্র - আশ্বিন এই ২ মাস।  এছাড়াও সবসময়ই নদী কিংবা সাগরে ইলিশ পাওয়া  যায়। ইলিশ বিশ্বের অনেক দেশেই রপ্তানি হয় এবং ইলিশ রপ্তানিতে বাংলাদেশ অনেক বৈদেশি মূদ্রা আয় করে থাকে। ইলিশ বাংলাদেদশের মেধাস্বত্ত্ব হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে।


বিশ্ব স্বীকৃত কিছু বাংলাদেশি জিনিস যা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় by HelpBN বিশ্ব স্বীকৃত কিছু বাংলাদেশি জিনিস যা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় by HelpBN Reviewed by Adsız on Mart 07, 2019 Rating: 5

Hiç yorum yok:

Blogger tarafından desteklenmektedir.